What do you want to read?
Ctrl+Q

Support Us

Logo

সূরা

পারা

পাতা

Meccan

At-Tin

Ayah - 8, Meccan

bismillah

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ 1

Saheeh International

CONSIDER the fig and the olive,


শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,

وَطُورِ سِينِينَ 2

Saheeh International

and Mount Sinai,


এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ 3

Saheeh International

and this land secure!


এবং এই নিরাপদ নগরীর।

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ 4

Saheeh International

Verily, We create man in the best conformation;


আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ 5

Saheeh International

and thereafter We reduce him to the lowest of low


অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ 6

Saheeh International

excepting only such as attain to faith and do good works: and theirs shall be a reward unending!


কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ 7

Saheeh International

What, then, [O man,] could henceforth cause thee to give the lie to this moral law?


অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ 8

Saheeh International

Is not God the most just of judges?


আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

Translation

Reading