What do you want to read?
Ctrl+Q

Support Us

Logo

সূরা

পারা

পাতা

Meccan

Ash-Sharh

Ayah - 8, Meccan

bismillah

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ 1

Saheeh International

HAVE WE NOT opened up thy heart,


আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ 2

Saheeh International

and lifted from thee the burden


আমি লাঘব করেছি আপনার বোঝা,

ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ 3

Saheeh International

that had weighed so heavily on thy back?


যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ 4

Saheeh International

And [have We not] raised thee high in dignity?


আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا 5

Saheeh International

And, behold, with every hardship comes ease:


নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا 6

Saheeh International

verily, with every hardship comes ease!


নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ 7

Saheeh International

Hence, when thou art freed [from distress], remain steadfast,


অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب 8

Saheeh International

and unto thy Sustainer turn with love.


এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

Translation

Reading